Principal Introduction

জুলফিকার আল মেহেদী
Principal Aphorism
আঠারো
ভাটির দেশে সুন্দরবনের কোলে
গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের
লীলাভূমি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদী বিধৌত নওয়াবেঁকীতে
শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা ও বদান্যতায় অবহেলিত
প্রান্তিক জনগোষ্ঠীর উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৯৩ সালে নওয়াবেঁকী
মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
মহাবিদ্যালয়টি
ইতিমধ্যে সোনালী উষা, উদাশ দুপুর
পায়ে পায়ে সন্ধ্যা পেরিয়ে কালের আবর্তে তিন দশক পার
করেছে। এই দীর্ঘ পথ
পরিক্রময়ে নিবেদিত প্রাণ শিক্ষক মন্ডলী হাজারো শিক্ষার্থীর মাঝে শুধু জ্ঞানের
আলো বিতরণ করেননি পাশাপাশি মহাবিদ্যালয় কে উপজেলার অন্যতম
শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিনত করেছেন।
রুধির
ঝরিয়ে উষরমরু কর্ষনের মাধ্যমে কৃষক যেমন প্রকৃতি
করেছে সুজলা-সুফলা তেমনি করে শিক্ষকবৃন্দ জীবনের
ঘাত প্রতিঘাত বেদনা উচ্ছাসের মধ্য দিয়ে শিক্ষার্থীদের
কে শিক্ষা প্রদানের মাধ্যমে সৃজনশীল সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা
করছে।
প্রতিষ্ঠানটিতে
সংখ্যা অপেক্ষা গুণগতমান উন্নয়নের উপর গুরুত্ব প্রদান
করা হয়। যার প্রেক্ষিতে
পরীক্ষার ফলাফলে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। সাধারন স্তরের অধিকাংশ শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পেরে পরবর্তীতে অর্জন
করেছে উল্লেখযোগ্য সাফল্য। রোভার স্কাউট, ক্রীড়া ও সংাস্কৃতিক অঙ্গনসহ
সহশিক্ষা কার্যক্রমে সফলতা অর্জন শিক্ষার্থীদের করেছে আস্থাশীল। একারণে পরবর্তী সকল কর্মক্ষেত্রে তারা
দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে।
অনন্য
বৈশিষ্ঠ্য মন্ডিত ব্যতিক্রমধর্মী বিদ্যানিকেতনটি শুধু সাতক্ষীরা জেলায়
নয় সারাদেশে নওয়াবেঁকী তথা শ্যামনগর উপজেলার
ভাবমূর্তি উজ্জল করে একটি আদর্শ
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দক্ষ মানব সম্পদ
তৈরীর মাধ্যমে দেশের অগ্রযাত্রায় যাতে অবদান রাখতে
পারে সেই লক্ষ্যে পরিচালনা
পর্ষদ, শিক্ষক ও কর্মচারী মন্ডলী
নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
এমন
একটি বিদ্যাপীঠে অধ্যক্ষের দায়িত্ব পালন করার সুযোগ
পেয়ে সর্বশক্তিমান আল্লাহর নিকট অশেষ শোকর
গুজার করছি।
মহাবিদ্যালয়ের
শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার
পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠলেই আমাদের
পরিশ্রম স্বার্থক হবে।
যাদের
সমর্থন, পরামর্শ, শ্রম ও বদান্যতায়
মহাবিদ্যালয়টি গড়ে উঠেছে তাদের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের অগ্রযাত্রায়
সকলের দোয়া ও সহযোগিতা কামনা
করছি।
জুলফিকার আল মেহেদী, Principal